মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত।
অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয় পোনা অবমুক্ত, বেলুন ফেস্টুন উড়িয়ে সড়ক র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনসহ বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপিত ও মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
পটুয়াখালী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা তপন মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের. মৎস্য গবষক অধ্যাপক ড. মোঃ লোকমান আলী, কোস্ট গার্ড পটুয়াখালীর কন্টিনেন্ট কমান্ডার নুর উদ্দিন। আরও বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি একেএম শফিকুল ইসলাম ( ভিপি শাহীন), সাধারন সম্পাদক শাহ আলম, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মামুন খন্দকার।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য বিভাগের খামার ব্যবস্থাপক শাহানাজ পারভীন, মেরিন অফিসার মন্দিরা সরকার সহ বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যচাষীবৃন্দ।
সভায় চারজন সফল মৎস্য চাষী ও সংগঠনকে ক্রেস্ট ও উপহার বিতরন করা হয়। এর আগে সার্কিট হাউজ এর সামনের জলাশয়ে পোনা অবমুক্ত করন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে সড়ক র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও বিশেষ অতিথিবৃন্দ।