মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,নির্বাহী পরিচালক , দৈনিক সাতক্ষীরা দিগন্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারব এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজডব গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম ও এসিডিপি উদ্যােগে পটুয়াখালী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ সালের ২৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বুধবার বিকেল ৩টায় সদর উপজেলা মধ্যমিক অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদের বাঁধনহারা হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত আরা জামান উর্মি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মো: জাকির হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন হাজীখালী মোহাম্মাদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ ফারুক আজম, বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ। কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোসা: সানজিদা ও ফারিহা আফরিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ