1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে কবরস্থান পরিষ্কার

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক,দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত।

পটুয়াখালী কেন্দ্রীয় মুসলিম কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়েছে জেলা ছাত্রদল।
শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে কবরস্থানের বিভিন্ন অংশে ঝোপঝাড়, আগাছা ও ছোট গাছপালা কেটে পরিষ্কার করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদ। এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, আমরা বিবেকের তাড়নায় এই কাজ শুরু করেছি। পটুয়াখালী কেন্দ্রীয় মুসলিম কবরস্থানটি বহুদিন ধরে অবহেলায় ছিল। আজ শুরু করেছি, পর্যায়ক্রমে পুরো কবরস্থান পরিষ্কার করবো। শীঘ্রই টিম ভাগ করে আরও বড় পরিসরে পরিচ্ছন্নতা চালাবো।
সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, কবরস্থানটি অনেক বড়। এখানে আমাদের পরিবার-পরিজনের অনেকেই শায়িত। তাদের স্মরণ করতে আসা স্বজনদের যেন নিরাপদে দাঁড়িয়ে দোয়া করার সুযোগ হয়, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
মুসল্লী নুরুল হক বলেন, সামান্য বৃষ্টি হলেই কবরের ভিতরে জলবদ্ধতা সৃষ্টি হয়, মুসল্লিরা নামাজ পড়তে আসতে পারেনা, কেউ মারা গেলে কবর দিতেও সমস্যা হয়।
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঝোপঝাড়ে ঘেরা পরিবেশে ভোগান্তিতে পড়ছিলেন কবর জিয়ারতে আসা স্বজনরা। কবর খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল।
ছাত্রদলের নেতারা বলেন, পর্যায়ক্রমে আমরা পুরো কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করব, যাতে মুসল্লিরা এসে কবর জিয়ারত করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট