মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,নির্বাহী পরিচালক।
ডিএনসি পটুয়াখালী
তারিখ :০৭/০৭/২০২৫
ঘটনা স্থল: পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন, মহিপুর বাজারস্থ, আসামি মো:সুমন হাওলাদার (৩৯) এর নিজ দখলিয় দক্ষিন দুয়ারি ২ কক্ষ বিশিষ্ট টিনের ব্যাড়া ও টিনের ছাউনি যুক্ত বসত ঘরের পশ্চিম পাশের সয়ন কক্ষ হতে আলামত প্রাপ্ত।
আলামত : ইয়াবা ট্যাবলেট ৬৪০ পিস, যার ওজন ৬৪ গ্রাম।
আসামির নাম: মো: সুমন হাওলাদার (৩৯),পিতা : মো:তৈয়ব আলী হাওলাদার, মাতা : বিলকিছ বেগম।
সাং: মহিপুর বাজার, ওয়ার্ড নং:০৬,থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী।
গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মহিপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।