পটুয়াখালী পৌরসভার অবসরপ্রাপ্ত ১৬ জন কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) বেলা ১১ টায় পৌরসভার নতুন ভবনে পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান খোকনের সঞ্চালনায় পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক (উপসচিব) জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, প্রধান হিসাব রক্ষক কামরুজ্জামান বুলবুল, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ, শহর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন। আরও বক্তব্য রাখেন বিদায়ী আখতারুজ্জামান শাহিন, মিজানুর রহমান খান, ইউনুছুর রহমান, জাকিরুল হাসান, কর্মচারীদের পক্ষে মো. আনোয়ার হোসেন ও নঈমুল ইসলাম লিটু।
বিদায়ী সম্বর্ধিত কর্মকর্তা কর্মচারীরা হলেন প্রশাসনিক কর্মকর্তা ইউনুছুর রহমান, কর আদায়কারী মো. রহমত উল্লাহ, কর নির্ধারক মো. আখতারুজ্জানান শাহিন, কনজারভেন্সি পরিদর্শক এইচ এম নজরুল ইসলাম, বাজার পরিদর্শক মো. মিজানুর রহমান খান, কনজারভেন্সি সুপারভাইজার মো. ইউছুপ আলী, সহকারী কর আদায়কারী মদন কুমার ঘোষাল, ভাল্ব অপারেটর আবুল কালাম আজাদ, ভাল্ব অপারেটর মো. মতিয়ার রহমান, টিকাদানকারী শংকর চন্দ্র সুকুল, জীব চালক মো. শামসুল আলম, বিদ্যুৎ লাইন ম্যান মো. আব্দুল জব্বার, অফিস সহায়ক শেখর কুমার বিশ্বাস, বিদ্যুৎ হেল্পার আবদুল মজিদ, অফিস সহায়ক গণেশ চন্দ্র শীল ও মো. ফোরকান তালুকদার।
সভায় প্রধান অতিথি পৌর প্রশাসক জুয়েল রানাসহ বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তা- কর্মচারীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। *****