ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। পুশইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শুক্রবার রাতে তাদের ভারতের নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাড়ির কাছে সুন্দরবনে নামিয়ে দিয়ে যায়। জানা যায়, ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশইন করা হয়েছে। খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। তাদের বাড়ি অধিকাংশের খুলনা বাগেরহাট ও বরিশাল জেলায়।
কোস্টগার্ড মিডিয়া উইং জানায়, রাতে কোস্টগার্ড ৭৮ জনকেই শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।