পাবনা প্রতিনিধি
গত ২২ (জুলাই) সন্ধ্যায় সাথিয়া উপজেলার তেবাড়িয়া বাজারে জননী ডেকোরেটরের দোকানে তালা দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় জননী ডেকোরেটরের মালিক পক্ষের একজন নাম প্রকাশ না করার স্বার্থে জানান ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতা লালুর নির্দেশে দোকান বন্ধ করতে বলায় দোকান বন্ধ রাখা হয়,আরেক সুত্রে জানা যায়, বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য সচিব লালুর ছোট ভাই মিন্টু ছেলে পেলেদের মিষ্টি খাওয়ার কথা বলে জননী ডেকোরেটরের কাছে টাকা দাবি করে এদিকে, টানা কয়েকদিন দোকান বন্ধ থাকার কারণ এলাকাবাসী জানতে চাইলে, বিএনপি নেতা লালুর দোকান বন্ধ করে দেওয়ার খবর প্রকাশ পায়, এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি লালুকে উক্ত বিষয়ে চাপ দিতে থাকলে দোকান খুলে দিতে বলে , এ বিষয়ে জননি ডেকোরেটরের মালিক জানান টানা ৫ দিন দোকান বন্ধ থাকার পর তাদের অনুমতিতেই খুলেছি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না, বলবারে ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন কে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি দোকান বন্ধ করার বিষয়টি শুনেছি আমি সদস্য সচিবের সাথে কথা বলে জানাবো, নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সাগর আওয়াল লালু ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন তার বিরুদ্ধে অর্থ ও নানা অনিয়ম থাকায় তাকে এবার কমিটিতে সভাপতি থেকে সদস্য সচিব করা হয়েছে, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান মৌখিকভাবে শুনেছি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।