শামীম আহমেদ পাবনা জেলা
পাবনা সাঁথিয়া উপজেলার সি,এন্ড,বি(চতুর) বাজারের দুটি মুদি দোকান দুটি দোকানের মালিকের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা। ইউএনও রিজু তামান্না ভোক্তা অধিকার আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই আদালত সি,এন্ড বি বাজারে দুটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ দুই দোকানিকে জরিমানা করা দুইটি দোকানের মালিকের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও রিজু তামান্না বলেন, ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশ্য জরিমানা আদায় নয়। সবার মধ্যে নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলার জন্য একটি তাগাদা। সবাই নিয়ম মানলে সব ক্ষেত্রেই শৃঙ্খলা ফিরে আসবে