শামীম আহমেদ পাবনা জেলা
২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা জেলা শাখা। শনিবার বিকেলে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।
পাবনা জেলা ছাত্রশিবির সভাপতি মুন্নাফুর রহমান সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিবুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইঞ্জি. সিরাজুল ইসলাম, প্রধান আলোচক হিসাবে আলোচনা করন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (৬৮, পাবনা-০১) ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও:মোখলেছুর রহমান, বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ,মোহাম্মদ ইব্রাহীম।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিখন মোল্লা,আবু সাদ ।
প্রধান আলোচকের আলোচনায় ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমাদের এহজগতের এ পরীক্ষার পাশাপাশি পরজগতের পরীক্ষায় উত্তী’ন’ হওয়ার পস্ততির আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. সিরাজুল ইসলাম বলেন,এ+ পেয়েছেন এটাই আপনাদের চূড়ান্ত সফলতা নয়। সামনে আরো অনেক পথ বাকি আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও জীবনে ভালো কিছু করতে না পারলে, এই এ-প্লাসের মূল্যায়ন থাকবে না। তোমাদের মেধার সাথে নৈতিক, মানবিক গুণাবলি অর্জন করা। যেন আবরারের মতো আর কাউকেও খুন না হতে হয়।
এ সময় জেলা এবং উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী-গোষ্ঠী মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা করে।