শামীম আহমেদ পাবনা জেলা
পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই ভাই নি*হ*ত, প্রথম শ্রেণির স্কুল শিক্ষার্থীর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু শোকাহত পরিবার। আজ বৃহস্পতিবার ৩১ জুলাই বেলা আনুমানিক ১২ঃ৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থী হলেন মাসুম বিশ্বাস (৭) পিতা- আসাদ বিশ্বাস , আবির বিশ্বাস (৭) পিতা- আলমাস বিশ্বাস গ্রাম- ছোট গোলকাটা, ফরিদপুর, পাবনা। উভয়ই আপন চাচাতো ভাই এবং ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। মাসুম ও আবির দুই জন খেলনা নিয়ে খেলা করতে করতে সকলের চোখের আড়ালে নদীর ধারে চলে যায়। আসলামের বউ ছেলে আবিরকে খুজতে খুজতে দেখে নদীর ধারে ছেলেদের খেলনা এবং সেন্ডেল পরে রয়েছে। তখন আসলামের বউ নদীতে নেমে খোঁজা খুঁজি করে না পেয়ে নদী থেকে উঠে আসে। এরপর আসলামের বউয়ের ডাক ও চিৎকারে ছুটে আসে এলাকার লোকজন নদীতে এলাকার অনেকেই খোঁজাখুঁজি শুরু করে মোশাররফ নামে এক ব্যাক্তি তাদের নদী তলদেশ গর্ত থেকে উদ্ধার করে। তারা উভয়ই ঠিক মত সাঁতার না জানায় নদীর পানিতে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করে