আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী, কুড়িগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।
দীর্ঘ ৭বছর থেকে মন বাঁশি রানী ও প্রতিবেশী শ্রী দয়াল চন্দ্র বিশ্বাসের সাথে খুব ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক দীর্ঘদিন যাবত চলে আসছে । এক পর্যায়ে দয়াল চন্দ্র বিশ্বাসের প্রথম স্ত্রী পপি রানী ও দুই পুত্র সন্তানের ভবিষ্যত ভেবে সম্পর্ক বিচ্ছিন্ন করে ২ মাস আগে মন বাঁশি রানী ঢাকা গিয়ে গার্মেন্টসের চাকরির সঞ্জয় চন্দ্র নামে একজনকে বিয়ে করে তার ঘর সংসার ভালোই চলছিল।
ঠিক মাস খানেকের মধ্যে দয়াল চন্দ্র বিশ্বাস ঢাকায় মন বাঁশি রানীর বাসায় গিয়ে আপত্তিকর ভিডিও সহ ভয়-ভীতি দেখিয়ে এবং বিয়ের আশ্বাস দিয়ে মন বাঁশি রানীর বাড়িতে ওঠেন। প্রথম স্ত্রী ও তার পরিবারের চাপে দয়াল চন্দ্র বিশ্বাস উধাও হয়ে যান। এদিকে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের (বোয়ালভির) মাঝিপাড়া গ্রামের দয়াল চন্দ্র বিশ্বাসের বাড়িতে গত-২৪-০৮-২০২৫ ইং তারিখ থেকে দয়ালের ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা মন বাঁশি রানীর চলছে অনশন।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার (বোয়ালভির) মাঝিপাড়া গ্রামের শ্যামল চন্দ্র বিশ্বাস ও মায়া রানীর সন্তান দয়াল চন্দ্র বিশ্বাস ইতিপূর্বেও ৩টি সংসার ভেঙেছেন। অপরদিকে প্রতিবেশী ভূমিহীন ও হতদরিদ্র মনিরাম চন্দ্র ও রিনা বালার একমাত্র কন্যা মন বাঁশি রানী। মনিরাম চন্দ্র জেলে বসতভিটা ৪শতক জমিতে সরকারের দেয়া ঘরে বসবাস করেন আর মাছ বিক্রি করে পরিবার চালায়। একবেলা খানা আর অন্য বেলা অনাহারে থাকেন।)
দীর্ঘ ৭বছর থেকে প্রেমের সম্পর্ক এবং সম্পর্ক ভেঙে যাওয়ায় আমার অন্যখানে বিয়ে হয়। ওখান থেকে দয়াল চন্দ্র বিশ্বাস আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে পালিয়ে নিয়ে আসে। বিয়ে না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।
আমার দুইজন বাচ্চা আছে ও আমার ভবিষ্যত আছে। মন বাঁশি রানী আমাকে কখনো বলেননি আমার স্বামীর সাথে তার সম্পর্ক। আমার ২পুত্র সন্তান ও আমার ভবিষ্যৎ আছে।
আমি তো জানিনা ছেলে এখন কি করছে। মন বাঁশি রানী বলেছে এখানে থাকবে সংসার করবে। আমার ছেলে বিয়ে করলে আমি আর কি করবো।
আমরা এটা সংশোধনের জন্য প্রতিবেশীরা অনেক চেষ্টা করেছি ও আলোচনা হয়েছে। আমাদের গ্রামবাসী এবং দশের কথা বিয়েটা হবে।
মেয়ের বাবা বলেন, আমার মেয়ে ঢাকায় বিয়ে হয়েছে ওখান থেকে দয়াল চন্দ্র বিশ্বাস বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে এসেছে। আমরা আমাদের মেয়ের ওখানে বিয়ে দিতে চাই এবং ন্যায্য বিচার চাই।
স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কয়েকবার মন বাঁশি ও দয়াল চন্দ্র বিশ্বাসের বিয়ের আলোচনা হলেও বিষয়টি নিয়ে আপোস করা সম্ভব হয়নি। দীর্ঘ সাত বছর থেকে প্রেম এবং দয়ালের ৫ মাসের অন্তঃসত্ত্বা মন বাঁশি রানী।