1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

ফ্ল্যাটের তালা ভেঙে সাড়ে ৬ লক্ষ টাকার মালামাল চুরি 

মোঃ তানিম সরকার,সাভার ঢাকা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ তানিম সরকার সাভার, ঢাকা প্রতিনিধি।

 

সাভার পৌরসভা এলাকায় প্রকাশ্য দিবালোকে বহুতল ভবনের একটি ফ্ল্যাটের দরজার তালা ভেঙে সাড়ে ৬ লাখ টাকার স্বর্ণের গহনা ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।

 

শনিবার (১৭ মে) কাজী মোকমাপাড়া এলাকায় আব্দুস সালাম বিএসসি’র মালিকানাধীন বাড়িতে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৬টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী এম এ হান্নান। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগের বিবরণ থেকে জানা যায়, আব্দুস সালাম বিএসসি’র বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগী এম এ হান্নান পরিবারের সদস্যদের নিয়ে ঘটনার দিন সকাল ১১টার দিকে তাঁর ফ্ল্যাট বাসার মূল দরজায় তালা লাগিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে বিকেল সাড়ে ৬টার দিকে বাসায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। ঘরের ভিতরে স্টিলের আলমারি ভাঙা এবং সবকিছু এলোমেলো ও ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান তিনি। চোরেরা তাঁর ঘরে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ১৬ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যান। এতে এমএ হান্নানের সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

 

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া সংগ্রহীত সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোর সনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট