1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে জীবিত উদ্ধার জেলে মোরশেদ

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক,দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত।

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে থেকে অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে।
বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে তাকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করা হয়।

জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরতে সাগরে গিয়েছিল একটি ট্রলার। কিন্তু সেটি দুর্ঘটনায় পড়লে ট্রলারসহ সব জেলে নিখোঁজ হন। তাদের মধ্য থেকে পাঁচ দিন ভেসে থাকার পর একমাত্র মোরশেদকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, সকাল ৯টার দিকে আরেকটি ফিশিং ট্রলার থেকে জেলে মোরশেদকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় মোরশেদ জানান, পাঁচ দিন আগে তাদের ট্রলারটি ডুবে যায়। তিনি বাঁশখালীর বাসিন্দা। পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় জেলেটিকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়ার পরপরই জেলে মোরশেদকে হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট