কামরুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখা ।
শনিবার (১২ জুলাই ) দুপুর ৩ঘটিকায় উপজেলার কলেজ মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার – সহ সভাপতি জি এম আনসার আলী রয়েল ।
সাধারণ সম্পাদক, মাওলানা রফিকুল ইসলাম, যুব আন্দোলনের’ সভাপতি” ইয়াসিন আলী, ছাত্র নেতা আখতারুজ্জামান আব্বাসী প্রমুখ ।
বক্তারা ব্যবসায়ী সোহাগকে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেখে আমরা মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিত। সন্ত্রাসী যে দলেরই হোক, আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। এই ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।” তিনি আরও বলেন, “মব জাস্টিস আর মানবো না।” আর বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে।