মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, বিভাগীয় প্রধান বরিশাল।
বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গনঅভুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের কথিত রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বলেন ,আপনারা আসুন,মানুষের সামনে কর্মসূচি দিন। জুলাই আগষ্ট অভ্যুত্থানে আপনারা সাথে ছিলেন। আপনারা মানুষের কাছে যাবেন,তারা আপনাদের বিবেচনায় নিলে এর পরবর্তী ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে তুড়ি মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করবেন না। তিনি হুশিয়ার করে বলেছেন,বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেয়ার দল না। বিএনপির শেকড় দেশের মানুষের হৃদয়ের গভীরে শক্তভাবে আছে। তাই বিএনপিকে তুড়ি দিয়ে ঠোকা দিয়ে এত সহজে মূল উৎপাটন করা যাবেনা। পাহারের সাথে পাথরের সাথে মাথা ঠুকলে তাতে পাথরের কিছু আসে যায়না। বরাং নিজের কপাল রক্তাক্ত হয়। সুতারাং বিএনপির সাথে ঠোকাঠুকি করতে আসবেন না। শুধু শুধু কপাল রক্তাক্ত হবে,বিএনপির কোন কিছু ইনশাআল্লাহ হবেনা।
তিনি বলেন, বিএনপির প্রতিক ধানের শীষ। বিভিন্ন দলের নৌকা,দাড়িপাল্লা,লাঙ্গল ছাড়াও বিভিন্ন প্রতিক আছে। সেই সকল প্রতিক হাত দিয়ে ইচ্ছেমতো তৈরী করা গেলেও ধানের শীষ আল্লাহ ছাড়া কারও তৈরী করার ক্ষমতা নাই। ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত প্রতিক। বিএনপি সেই প্রতিকের অধিকারী। তাই মহান আল্লাহর উপর বিশ^াস রেখেই সংবিধানে বিএনপি বিসমিল্লাহির রাহমানির রাহীম সংযোজন করেছে। বিএনপিই বলেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষের যথাযথ সম্মান দিয়ে অন্যান্য মানুষের ধর্মীয় স্বাধীনতা পালন করবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ হিরো হতে গেলে সে জিরো হয়ে যাবেন। আগামী নির্বাচন নিয়ে যত উচ্ছাস দেখাই না কেন , আগামী নির্বাচন বিএনপি’র জন্য সবচেয়ে কঠিন পরিক্ষার নির্বাচন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল, তত সহজ হবে না। অনেকগুলো স্তর,অনেকগুলো শক্তি,অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। সেজন্য নিজেদের মধ্যে বন্ধুত্ব,ভাতৃত্ববোধ , সৌহর্দ দৃঢ় না করলে ফাক দিয়ে পতিত স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকারের অনুসারীরা ঢুকে যেতে পারে। গোলমালকরী কিছু দল ছদ্মবেশী হয়ে ফাক দিয়ে বিভিন্ন দলের কোলে উঠার চেষ্টা করছে। এই ফাক তৈরী করার সুযোগ দেয়া যাবেনা।
তিনি গতকাল মঙ্গলবার পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইন শৃংখলা পরিস্থিতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রপথে উত্তরণ, নির্বচনী রোডম্যাপ ঘোষনা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা বিএনপি’র আহবায়ক আবদুর রসিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,মাহাবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন,সদস্য হাসান মামুন, ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, জেলা বিএনপি’র সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।