1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

বিজয় দিবসের অনুষ্ঠানে দেরিতে আসায় জনতার রোষানলে ইউএনও

এস এম সৈকত হাবীব,স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

 

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ব্যাপক অব্যবস্থাপনা, মূল কর্মসূচিতে শ্রদ্ধা জানাতে দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোয় ক্ষুব্ধ জনতার ব্যাপক রোষানলের শিকার হয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এক ঘণ্টা দেরিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসলে এ ঘটনা ঘটে।

পরে জনরোষের মুখে পুষ্পমাল্য অর্পণ না করেই গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, সোমবার সকাল সাড়ে ৬টায় তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি সূচনা হয়। ওই সময়ও ইউএনও উছেন মে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে সকাল ৮টায় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তিনি শ্রদ্ধা জানাতে আসেন সকাল ৯টায়।

পরে বিষয়টি নিয়ে সকাল থেকে পুষ্পমাল্য নিয়ে অপেক্ষারত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ইউএনওর গাড়ি ঘেরাও করেন। ওই সময় উত্তেজিত জনতা তাকে ভর্ৎসনা জানানোসহ ধাওয়া দেন। একপর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করেই দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন ইউএনও উছেন মে। তার বিরুদ্ধে বিজয় দিবসে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ করেছেন সাধারণ মানুষ। আরও জানা যায়, এদিকে বিক্ষুব্ধ জনতা শ্রদ্ধা জানানো শেষে চলে গেলে সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান ইউএনও উছেন মে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট