1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক 

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ রোমান,শেরপুর জেলা

 

শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ২৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২সেপ্টেম্বর ) সকালে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন তারা।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারতীয় শাড়ি ও কসমেটিক সামগ্রী পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন ৩৯ বিজিবি’র কর্ণঝোড়া বিওপির টহল দল। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া ৪৫০ পিস ভারতীয় শাড়ি ও ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ উদ্ধার করা হয়। আটককৃত চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ২৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯বিজিবি)এর অধিনায়ক লে.কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আমরা দিন রাত ২৪ ঘন্টা সজাগ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট