পটুয়াখালী প্রতিনিধিঃ জীবনের ঝুঁকি নিয়ে বাসা বাড়িতে, অফিস আদালতসহ বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগকারী শ্রমিক যোদ্ধাদের সংগঠন পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং- খুলনা -২০৮৬) কার্যনির্বাহী কমিটির তিন বছর মেয়াদের সাধারন নির্বাচন -২০২৫ এর ভোট গ্রহন ৪ জানুয়ারী শনিবার।
পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ এসাহাক মোল্লা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে তিন সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্য পৌর বিএনপির সাধারন সম্পাদক
এ্যাড. মো. হুনায়ুন কবির ও মো. নিজাম উদ্দিন।
এ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. ইব্রাহীম খলিল ( চেয়ার) ও দিলীপ দাস ( আনারস), সাধারন সম্পাদক পদে মো. জাহিদ (দোয়াত কলম) ও মো. আলম তালুকদার (ঘোড়া),
সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ খান(গোলাপ ফুল) ও মো. নয়ন আকন (বই), দুটি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দী ৩ জন হলেন মীর কামাল আহম্মেদ (মই), মো. শাহীন আকন ( চশমা) ও মো. আ. খালেক ( জগ)।
বাকি পাঁচটি সহ-সভাপতি, সহ- সাধারন সম্পাদক, সহ- সাংগঠনিক,কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি মো. আতাউর রহমান বজলু, সহ- সাধারন সম্পাদক মো. আল আমিন খন্দকার, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন রিপন, দপ্তর সম্পাদক মো. আরিফ খান ও প্রচার সম্পাদক মো. শাহাজাদা গাজী মোস্তফা।