1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৯০ জন রোগী দেওয়ানগঞ্জে শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের ৩৬তম ক্যাম্প অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে ৩৬তম বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।

রবিবার সকাল থেকে দিনব্যাপী এই ক্যাম্পে ৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৩১ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ৬২ জনকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গুরুতর চক্ষু সমস্যায় আক্রান্ত ৭ জন রোগীকে সানি অপারেশনের জন্য জামালপুর পাঠানো হয়।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩নং পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সফিউল আলম ফর্সা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজু আহমেদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন ঢাকা থেকে আগত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম।

আয়োজক সমাজসেবক মো. শাখাওয়াত হোসাইন বলেন,

সাধারণ মানুষের মাঝে দৃষ্টিশক্তি ফিরে দিতে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এটা আমার দায়িত্ববোধ থেকে করা। যতদিন পারি, ততদিন এভাবে মানুষের পাশে থাকতে চাই।এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন,গ্রামের সাধারণ মানুষের কাছে এমন চিকিৎসা পাওয়া অনেক কঠিন। শাখাওয়াত হোসাইন ও তার ফাউন্ডেশন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

এই চক্ষু চিকিৎসা ক্যাম্প এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই অনুরোধ করেছেন যেন এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকে।

প্রসঙ্গত, এটি শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের ৩৬তম চক্ষু চিকিৎসা ক্যাম্প। দীর্ঘদিন ধরে এই সংগঠনটি জামালপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট