1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা ৩০ আগস্ট

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি।

 

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে ৩০ আগস্ট ২০২৫, শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করছে।খবর আইবিএননিউজ ।

 

উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক গত ২৬ জুন ২০২৫ নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে অনন্য অবদানের জন্য দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত ছিলেন।

 

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করবেন। বক্তারা অধ্যাপক হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান এবং সমাজ উন্নয়নে তাঁর অঙ্গীকার তুলে ধরবেন।

 

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি জানিয়েছেন, “অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তাঁর চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”

 

আয়োজক সংগঠন সবাইকে স্মরণসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট