রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে মাঠ গরম করছে পদ প্রার্থীরা। প্রচার – প্রচারণায় ব্যস্ত সময় পার করছে নেতাকর্মীরা।
গত কয়েকদিন আগে ৯ টি ওর্য়াডে কাউন্সিলে ২৭ টি পদে ভোট গ্রহণ শেষ হয়েছে।
সেখানে ডা: শহিদুল আলম গ্রুপ ১৬ টি, কাজী আলাউদ্দীন গ্রুপ ১১ টি পদে বিজয়ী হয়েছে।
ডা: শহিদুল আলম গ্রুপ বিষ্ণুপুর ইউনিয়নে ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে।
প্যানেলে সভাপতি পদপ্রাথী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে সাবেক ছাত্রনেতা ইউনিয়ন বিএনপিন সার্চ কমিটির সদস্য আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক পদ প্রার্থী জেলা তাতীদলের যুগ্ম আহবায়ক, সার্চ কমিটির সদস্য মাহমুদ মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক পদে পদপ্রার্থী শেখ মহিউদ্দিন লড়বেন কাজী আলাউদ্দীন গ্রুপের সাথে।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হবে দ্বি- বার্ষিকী বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপিরর কাউন্সিল।
সর্বশেষ ২০১৯ সালে কাউন্সিলে কাজী আলাউদ্দীন – মিজানুর গ্রুপের আহসানউল্লাহ মাষ্টার সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, ও জাহাঙ্গীর – ফারুক গ্রুপের হুমায়ূন কবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
দীর্ঘ ১৬ বছর পর কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। নেতাকর্মীরা বলছে কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হয় কর্মীদের মূল্যায়ন করে। আমরা চাই যোগ্য নেতৃত্বে আসুক যারা আগামীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করবে।
ইউনিয়ন বিএনপির কাউন্সিল নিয়ে ৭ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু সম্রাট বলেন, কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হয়। দীর্ঘ ১৬ বছর কাউন্সিল নেতাকর্মীদের ব্যাপক সাড়া ফেলেছে।
শান্তিপূর্ণ ভোট গ্রহণের মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে এটাই এখন নেতাকর্মীরা চায়।
৮ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমত হোসেন বলেন, ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের ভিতর হাসি ফুটেছে । ভোটের মাধ্যমে আগামীর নেতৃত্বে আসবে এটাই চাওয়া পাওয়া ।
৯ নং ওর্য়াডের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আমরা যোগ্য নেতৃত্ব কপ ভোট দিব। কোন দালাল যারা দলের নাম ভাঙ্গিয়ে খায় তাদের নেতৃত্বের কোন স্থান হবে।ব্যালেটে জবাব দিব আমরা।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গণমাধ্যম কে বলেন, দীর্ঘ ১৬ বছর ইউনিয়ন বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে নেতাকর্মীদের ভিতর চাঞ্চল্য ফিরেছে। ব্যাপক উউসাহ উদ্দীপনা রয়েছে। আমি চাই ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হোক।বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করুক। শান্তিপূর্ণ ভোট হবে কোন বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।