1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

বুড়িগোয়ালিনীতে নদীর পানির অভাবে চিংড়ি ও কাঁকড়া চাষে বিপর্যয়, চাষীদের মানববন্ধনে উত্তাল উপকূল

মোঃ আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে নদীর পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের পোড়াকাটলা মন্দির মাঠে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় চিংড়ি ও কাঁকড়া চাষীরা।

 

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মণ্ডল, মধুসূদন মণ্ডল, প্রতিভা রানী সরদার, প্রতীক চন্দ্র সরদার, অর্পনা মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খাল, বিল ও নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে আছে। পানি সংকটে চিংড়ি ও কাঁকড়া চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে।

 

চাষীরা জানান, পানির অভাবে ঘেরে পানি জমছে না, ফলে মাছ ও কাঁকড়া মারা যাচ্ছে। উৎপাদন কমে গিয়ে বহু চাষী ঋণে জর্জরিত।

 

তারা অভিযোগ করেন, স্লুইসগেট ও বাঁধ নষ্ট হয়ে আছে, খাল খননও হয়নি। ফলে পানি আটকে গেছে এবং দুর্বিষহ অবস্থায় পড়েছেন উপকূলবাসী।

 

 

বক্তারা বলেন, আমরা বিলাসিতা নয়, বেঁচে থাকার জন্য পানি চাই। চিংড়ি ও কাঁকড়া ছাড়া আমাদের কোনো বিকল্প জীবিকা নেই।তারা সরকারের প্রতি জরুরি ভিত্তিতে পানি সরবরাহ, স্লুইসগেট মেরামত, খাল খনন ও বাঁধ সংস্কারের দাবি জানান।

 

চাষীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

 

মানববন্ধনে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের জীবন-জীবিকার দাবিতে কণ্ঠ মেলান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট