মো: এরশাদ আলী, রাজশাহী বিভাগীয় প্রধান।
আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষক গণের তথা কৃষির অবদান অতুলনীয়। উল্লেখ্য যে আমাদের কৃষিতে ব্যাপক অবদান রেখে চলেছেন রাজশাহীর বরেন্দ্র অঞ্চল। রাজশাহী জেলার তানোর উপজেলা তার মধ্যে অন্যতম। কৃষিতে তানোরের কৃষক দের অবদান অপরিসীম। কিন্তু তানোরের পরিশ্রমি কৃষক গণ বর্তমানে নানা ভাবে নানা সমস্যার ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বর্তমানে খেটে খাওয়া হাড় ভাঙ্গা পরিশ্রমি তানোরের কৃষক গণ আকাশের বৃষ্টির অভাবে তাদের রোপণ কৃত ধানের জমি নিয়ে মহা চিন্তিত হয়ে পড়েছেন।
“দৈনিক সাতক্ষীরা দিগন্ত”এর পক্ষ থেকে সরাসরি মাঠে গিয়ে দেখা যায় যে পানির অভাবে কৃষক দের পুরো মাঠের ধানের সকল জমি গুলো ফেটে চৌচির হয়ে গেছে। জমির কচি ধানের পাতা গুলো পানির অভাবে হলদে হয়ে দূর্বল হয়ে যাচ্ছে। আকাশের পানি না থাকায় ধানের জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। অনেক ধানের পাতা মরে যাচ্ছে। এমন অবস্থায় সহজ লভ্য সেচের কোন ব্যবস্হা না থাকায় কৃষক গণ বিপাকে পড়ে গেছেন। এমন অবস্থা চলতে থাকলে কৃষক দের বড় ক্ষতি হবে।
তানোর উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার জনাব মো:আকবর আলীর নিকট থেকে পরামর্শ চাইলে তিনি জমিতে সেচ প্রদানের পরামর্শ দেন। সেই সাথে তিনি আরো বলেন যে এমন অবস্থায় ধানের জমিতে বিকেলে জিংক জাতীয় এবং এমওপি সহ প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করতে হবে। তাহলে ধান কিছুটা সতেজ থাকবে। তানোরের কৃষক সমাজের যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি যেন কোন ভাবেই কৃষক গণ ক্ষতির সম্মুখীন না হন। সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তানোর খেটে খাওয়া কৃষক গণ।