মোঃ মহাসিন, কালিগঞ্জ
আজ সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়,সাতক্ষীরা জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম । সভায় পুলিশ সুপার অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কগন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।