মাওলানা শামীম আহমেদ সাঁথিয়া, পাবনা।
ভোর হলে ঐ ঘুম ভাঙে মোর
মোয়াজ্জিনের ডাকে,
অজু করে যাই যে আমি
মসজিদের ঐ বাঁকে।
জিকির সালাত তেলাওয়াতে
হই যে আমি শামিল,
মোনাজাতে সবার সাথে
বলি আমি আমিন।
ফজর পড়ে পাই যে আমি
অন্তরেতে শান্তি,
দুঃখ সকল ঘুচে গিয়ে
থাকে না আর ক্লান্তি।
দিনের শুরু হয় যে আমার
সেজদাতে শির নুয়ে,
শেষটাও যেন হয় আমার
প্রভুর কদম চুমে।