মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী ইউনিয়নে অবস্থিত উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে “মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে পাঁচ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমের অক্লান্ত প্রচেষ্টায় আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় তরুণদের মধ্যে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আইয়ুব আলী এবং বিশিষ্ট সমাজসেবক ও সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রুস্তম আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখুক। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুবসমাজে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ক্রীড়ার প্রতি তাদের আগ্রহ আরও বেড়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।