1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

মানব পাচার মামলায় সিয়াম ট্রেডের রফিকুল আটক।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর দুই মামলায় আটক হয়েছে সিয়াম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনের চায়না টাউন এলাকা থেকে সাতক্ষীরা সদর থানার পুলিশের একটি টিম র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গ্রামের সহজ-সরল নারীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠাতো। তার সাথে যুক্ত রয়েছে সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিসপাড়ার লামিম ভিসা কেয়ার-এর মালিক মনিরুল ইসলাম। সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা এলাকার সিদ্দিক সরদারের মেয়ে খুকুমণি জানান, ভালো চাকুরির অফার দিয়ে মনিরুল ও রফিকুল তাকে সৌদি আরবে পাঠায়। তাকে মোটা অংকের বেতনে চাকরির কথা বলা হলেও সেখানে পৌঁছে খুকুমণি অকথ্য নির্যাতনের শিকার হন। দীর্ঘ সাড়ে তিন মাস পর সৌদি পুলিশের সহায়তায় জীবন নিয়ে দেশে ফিরে আসতে সক্ষম হন তিনি।

দুই সন্তানের জননী খুকুমণি দেশে ফিরে মনিরুল ও রফিকুলসহ তাদের সহযোগিদের আসামি করে জেলা লিগ্যাল এইড এর সহায়তায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার ১নং আসামি মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বালিথা এল্লারচর গ্রামের সিদ্দিক মোড়লের ছেলে। সে এই মামলায় আগেই গ্রেপ্তার হয়ে জেল খাটলেও পরে হাইকোর্ট থেকে জামিন পান। তবে রফিকুল ইসলাম ঢাকায় থেকে বাদী খুকুমণিকে নানাভাবে হুমকি দিতে থাকেন। অবশেষে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট