মোঃ ইলিয়াস হোসেন, স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের সিংবাড়ি কিসমতপুরে অবস্থিত আয়রন ব্রিজটি এখন সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বরিশাল-বরগুনা মহাসড়কের পাশে স্থাপিত আনুমানিক ৩০ বছর আগের এ ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ব্রিজ সংলগ্ন সড়কটি কিসমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে ভয়াং, আয়লা, পাগলা, গাজীবাড়ী, চান্দু খালী, শাহী মসজিদ ও ঝাটিবুনিয়ার সঙ্গে সংযুক্ত। এই এলাকায় রয়েছে ঐতিহাসিক মোগল আমলের শাহী মসজিদ, যা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। স্থানীয়দের বিশ্বাস, জিনেরা এই মসজিদ নির্মাণ করেছে। এ নিয়ে এলাকাজুড়ে রয়েছে ধর্মীয় শ্রদ্ধা ও কৌতূহল।
এছাড়াও, পায়রা নদী তীরবর্তী এই অঞ্চলেই অবস্থিত পীরে কামেল হযরত শরাফত আলী হুজুরের খানকা ও মাজার শরীফ। প্রতিবছর লক্ষাধিক মুরিদান ও ভক্ত এই ব্রিজ হয়ে জিয়ারতে আসেন। একই পথে যেতে হয় মির্জাগঞ্জ উপজেলা সদরের মরহুম ইয়ারউদ্দীন খলিফা (র.) এর মাজারেও।
বর্তমানে ব্রিজটির রেলিং, সংযোগ সড়কসহ পুরো কাঠামোর ভঙ্গুর অবস্থার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ধর্মীয় দর্শনার্থীসহ সর্বসাধারণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
এ প্রসঙ্গে স্থানীয়রা দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, “এই ব্রিজ শুধু চলাচলের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের অংশ। তাই দ্রুত নতুন ব্রিজ নির্মাণ না হলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।”
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা একটি টেকসই, আধুনিক ব্রিজ চাই, যাতে এই জনপদের যোগাযোগ এবং ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে।”