1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সাক্ষী পাল্টে দেওয়ার অভিযোগ  

নিজস্ব প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

 

সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার সাত নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুর বিরুদ্ধে দৈনিক সাতক্ষীরা দিগন্ত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল থেকে নিউজ প্রকাশিত হলে

ওঠা অভিযোগে নতুন মোড় নিয়েছে। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ম্যানেজ করতে না পেরে এবার রাতের অন্ধকারে সাক্ষীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য পাল্টাতে চাপ দিচ্ছেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে পূর্বে ওঠা দুর্নীতি ও অনিয়মের বিষয়ে যেসব সাক্ষী বক্তব্য দিয়েছিলেন, তাদের মধ্যে কয়েকজনকে রাতে একান্তে ডেকে নেওয়া হয়। সেখানে তাদেরকে চাপ প্রয়োগ ও ভয়ভীতির মাধ্যমে পূর্বের বক্তব্য পরিবর্তনের চেষ্টা করা হয়।

 

একজন সাক্ষী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সত্য বলেছিলাম, এখন আমাদের রাতে ডেকে বলা হচ্ছে—আগের কথা ভুলে যাও, না হলে সমস্যা হবে।”

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ বলছেন, এভাবে সাক্ষী পরিবর্তনের চেষ্টা শুধু সত্য গোপনের চেষ্টাই নয়, বরং আইনের প্রতি চরম অবমাননা।

 

স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে, জেলা প্রশাসকের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট