1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ইটের সলিংয়ে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আইটপাড়া গ্রামের কাপালিপাড়ায় ইটের সলিং সংস্কার কাজে চরম অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী সরাসরি অভিযোগ করেছেন, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুর দায়িত্বে থাকা এ প্রকল্পে ব্যবহার করা হচ্ছে ২ নম্বর মানের ইট, যা টেকসই নয়।

 

জনগণের ক্ষোভ ও অভিযোগ

 

নাম না প্রকাশ করা স্থানীয়রা বলেন, রাস্তা সংস্কারের নামে বছরের পর বছর নিম্নমানের ইট বসানো হচ্ছে। বছর না যেতেই রাস্তা গুড়ো হয়ে যায়। এবারও সেই পুরনো কৌশল—চোখের সামনে ভেঙে যাচ্ছে নতুন ইট বসানো অংশগুলো। অনেকে অভিযোগ করে বলেন, “আমরা প্রতিবাদ করলে বলা হয় অন্তত বছরে বছরে রাস্তা ঠিক করছে, কথা বললে এটাও আর দেবে না।

 

ইট এনে স্টকে না রাখা — নতুন কৌশল?

 

অভিযোগ রয়েছে, জনগণের নজর এড়াতে ইট গোপনে এনে সরাসরি বসানো হচ্ছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এক গাড়ি ইট এনে দ্রুত বসিয়ে ফেলা হয়, স্টকে কিছু রাখা হয় না। তারপর কাজ শেষ হলে আবার নতুন গাড়ি আনা হয়।” তারা মনে করছেন, ইট স্টকে রাখলে মানুষের দৃষ্টিগোচর হবে এবং মান যাচাইয়ের সুযোগ থাকবে, সেই সুযোগ এড়াতেই এই কৌশল।

 

 

এলাকাবাসীর দাবি—এখনই কঠোর নজরদারি ও প্রকৃত তদন্তের মাধ্যমে কাজের মান যাচাই করতে হবে। নয়তো এই রকম নিম্নমানের কাজ বারবার জনগণের অর্থ ও ভোগান্তি দুটোই বাড়াবে।

 

স্থানীয় জনগণের দাবি স্পষ্ট—নিম্নমানের ইট ও অনিয়মের মাধ্যমে রাস্তা সংস্কার চলতে পারে না। দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের প্রতি। জনগণের জীবনমান উন্নয়নে মানসম্পন্ন অবকাঠামো এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট