মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে তালা কেটে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দোকানের মালিক সকালে দোকানে এসে তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে ঢুকে দেখেন, বেশ কিছু মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। ঘটনাটি সঙ্গে সঙ্গে তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির প্রেক্ষিতে ঘটনাস্থলে তদন্তে আসেন শ্যামনগর থানার এসআই আনজির। তিনি বলেন, “তদন্ত চলছে, সিসি ক্যামেরা ফুটেজসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরা বাজারে রাত্রীকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।