মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা
রাজশাহী জেলার মাদক অভিযান এ আটক
এলাকায় চাঞ্চল্য,রাজশাহীর নগরীর ব্যস্ত এলাকায় নাটকীয় ডিএনসি (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর)-এর অভিযান। মুহূর্তের মধ্যেই ঘিরে ফেলে ফেলে অভিযানে নামে ডিএনসির টিম। এ সময় জিসান (২৪) ও মো. ঝন্টু (৩৮) কে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
https://youtu.be/FmQZxrSMiRQ?si=EGPy1zwTOm0LcYF2
স্থানীয়রা জানান, হঠাৎ এমন অভিযানে পুরো এলাকা থমকে যায়। অনেকেই ভিড় জমায় ঘটনাস্থলে। আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ডিএনসি জানায়, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। নগরীতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তাদের এই অভিযান।