1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে ফার্মেসীর আড়ালে চলছে মাদক ব্যবসা,মাদকসহ আটক ৫

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা।

 

 

মাদকে সয়লভ রাজশাহীর অলিগলি।হাত বাড়ালেই সহজেই পাওয়া যায় মাদক।মুদি দোকান থেকে ফার্মেসি সব খানেই বিক্রি হচ্ছে মাদক।এর ফলে অধিকাংশ যুবক আসক্ত হচ্ছে মাদকে।ধ্বংস হচ্ছে উঠতি বয়সের কিশোর কিশোরীরা।

 

গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭টায় জেলার তানোর থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় একাধিক ফার্মেসিতে অভিযান চলিয়ে র‍্যাব জব্দ করে বেশ কিছু মাদক, সাথে আটক করে ৫ ফার্মেসি মালিককে।

 

আটককৃতরা হলেন—তানোর থানার মাসিন্দা গ্রামের হাজী মেছের আলীর ছেলে ময়েজ উদ্দিন(৭৩),ময়েজ উদ্দূূীনের ছেলে খোকন (৩৫), রিয়াজ উদ্দীনের ছেলে মো. হাফিজুর রহমান (৩৫),রাইতান বড়শো গ্রামের . সাইদুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন (২৬), এবং ওহাব আলীর ছেলে ছারু খান (২৯)।

 

এসময় ফার্মেসী থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং ৪১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ জব্দ করে র‍্যাব সদস্যরা।

 

র‍্যাব জানায়,র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, স্থানীয় মাসিন্দা গ্রামের মো. ময়েজ উদ্দিন তার ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।এরপর র‍্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায়।

 

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে তানোর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।বিশেষ করে ফার্মেসীর বৈধ অনুমতির আড়ালে ট্যাপেন্টাডল ও ফেন্সিডিলের মতো মাদকদ্রব্য মজুদ ও বিক্রি করছিল তারা।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল।

ঘটনার পর তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট