মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা
রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ সামিউল আলম জয় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর দুর্গাপুর থানার কুহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত সামিউল আলম জয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের মৃত মোঃ জালালের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ে বসবাস করছিলেন।
র্যাব জানায়, ভিকটিম ও আসামির পরিবার ২০২১ সাল থেকে একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এ সুযোগে আসামি ভিকটিমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ জুন বিকেলে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু বিয়েতে অসম্মতি জানালে ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে।
ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, নারী নির্যাতন, মাদক, প্রতারণা ও অপরাধী চক্র নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।