মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরেক অভিযুক্ত পালিয়ে গেছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামের ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন—চারঘাটের ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. আলম (৩১) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে মো. ইউসুফ (৩৯)।
জেলা ডিবির এসআই মো. দাউদ-উজ-জামান আকাশের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে সকাল ৬টা ৫০ মিনিটে আলমের হাতে থাকা একটি সাদা বস্তা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তাকে এবং ইউসুফকে আটক করা হয়।
এ সময় শাহিনুর রহমান শাহিন নামের আরেক মাদককারবারি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিনজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।