মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা
রাজশাহীর পবা সিটি হাটের নিচের একটি গ্রাম থেকে আজ এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। স্থানীয় এক যুবককে ভয়ঙ্কর চন্দ্রগোবরা রাসেল ভাইপার সাপ কামড় দিলে, আতঙ্কিত হওয়ার বদলে তিনি সরাসরি সাপটিকে ধরে ফেলেন!
অবিশ্বাস্য হলেও সত্য— কামড় খাওয়ার পরও তিনি অটো চালিয়ে সাপসহ নিজেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন!
হাসপাতালে সাপ দেখে কর্তব্যরত ডাক্তার–নার্স পর্যন্ত হতবাক হয়ে যান।
তাৎক্ষণিকভাবে রোগীকে সাপের এন্টিভেনাম দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন— এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
ঘটনাস্থল থেকে সাপের ছবিও পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে আরও ভয় ও চাঞ্চল্য সৃষ্টি করেছে