মো: এরশাদ আলী, রাজশাহী বিভাগীয় প্রধান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ ( তানোর - গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির অন্যতম সৎ ও যোগ্য তরুণ নেতার নাম জনাব ব্যারিষ্টার মো: মাহফুজুর রহমান (মিলন)। জানা যায় ব্যারিষ্টার মিলন সিনিয়র এ্যাডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সম্পাদক (ভারপ্রাপ্ত), সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন। আরো জানা যায় তিনি সিনিয়র সহ-সভাপতি, গোদাগাড়ী উপজেলা, বিএনপি। তিনার পক্ষে তানোর গোদাগাড়ী উপজেলার অনেক সক্রিয় নেতা কর্মী গণ গতকাল বিকেল থেকে তানোর উপজেলার প্রধান বাজার গোল্লা পাড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে গন সংযোগ করেন। নেতা কর্মী গণ দীর্ঘ সময় ধরে পুরো গোল্লাপাড়া বাজারের সকল প্রকার ব্যবসায়ী, ক্রেতা ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ব্যারিষ্টার মিলনের ধানের শীষের মনোনয়ন পাওয়ার জন্য ও বিজয় অর্জনের জন্য সকলের নিকট থেকে দোয়া চান।
https://youtu.be/775NtKUg55c?si=3H1Plv83gS7vLXY6
পুরো বাজার গন সংযোগ শেষে নেতা কর্মী গণ বাজার থেকে তানোর থানার মোড় পর্যন্ত গন সংযোগ করেন। পরবর্তীতে বিএনপির নেতা কর্মী গণ তানোর থানার মোড় থেকে পুনরায় বাজার পর্যন্ত বিএনপির ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে এবং মনোনয়ন প্রত্যাশী জনাব ব্যারিষ্টার মো: মাহফুজুর মিলনের পক্ষে নানা মুখি স্লোগান দেন।
উক্ত গন সংযোগে বিএনপি ও বিএনপির ছাত্র দল, স্বেচ্ছা সেবক দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী গণ নানা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখ যোগ্য নেতা কর্মী গণ হলেন শমসের সরকার, সাগর, ইয়াহিয়া, খালিদ, শহিদুল, নাহিদ, হাবিবুর, আব্দুল্লাহ,রানা তুহিন, মোতাহার, আনারুল, মিলন, আকিব, সুমন ও উজ্জ্বল সহ বিএনপির অনেক ত্যাগী ও সক্রিয় নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতা কর্মী গণ সুশৃঙ্খলভাবে উক্ত গন সংযোগ শেষ করেন।