1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

রাজশাহী ৩ আসনে নীতি আদর্শবান নেতৃত্বের খোঁজে

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা

নেতৃত্ব মানুষের গুণবিশেষ, এটি একটি শিল্পও বটে। দক্ষ ও অভিজ্ঞ নেতাকে সৎ হওয়ার পাশাপাশি আত্মসচেতন হতে হয়। সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে অন্যায় অবিচার ও সামাজিক অনাচারকে পেছনে ফেলে এগিয়ে যায় সমাজ। নেতৃত্ব বিকাশের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের। একজন যোগ্য নেতা ও তার নেতৃত্বের হাত ধরে একটি নতুন সমাজ নির্মিত হতে পারে। তাই সৎ, যোগ্য, সাহসী বিচক্ষণ দূরদর্শী মেধাবি এবং সহানুভূতিশীল নেতৃত্বের জন্য নেতৃত্ব চর্চার বিকল্প নেই। নেতৃত্ব হলো- বুদ্ধিমত্তা, বিশ্বাসযোগ্যতা,সৎ মানবিকতা, সাহস ও শৃঙ্খলাবোধের বিষয়। যার মধ্যে এসব গুণের সমন্বয় ঘটবে, তার মধ্যে সঠিক নেতৃত্ব খুঁজে পাওয়া যায় রাজশাহী পবা মোহনপুর নির্বাচনী এলাকায় এমন একজন রাজনৈতিক নেতা নির্বাচিত করার সৌভাগ্য পবা মোহনপুর উপজেলায় নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় যোগ্য ইকবাল হোসেন ।সেই যোগ্য নেতা হিসেবে পবা মোহনপুর বাসী পেয়েছিলেন পবা মোহনপুর সাবেক সংসদ সদস্য, সাবেক এমপি আবু হেনার নাতি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতাসাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন

তিনি যোগ্য নেতৃত্বের কারণে অনেক অসাধ্য সাধন করেছেন, অনেক ক্ষতি থেকেও নেতৃত্বের গুণেই বেঁচে থাকা যায় এটা তাঁর আমলেই পবা মোহনপুর উপজেলা নির্বাচনী এলাকার মানুষ বুঝতে পেরেছেন । দেশ ও জাতির নানাবিধ উন্নয়ন নির্ভর করে নেতার কার্যক্রমকে কেন্দ্র করে। দেশ ও জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ায় যোগ্য নেতৃত্বের কারণে। এ জন্য নেতাকে নীতিবান হওয়া প্রয়োজন। সঠিক নেতৃত্ব ছাড়া কোনো জাতি কিংবা দেশ চলতে পারে না। জাতির সমাজের উত্থান-পতন অনেকাংশে নির্ভর করে নেতৃত্বের ওপর।

সৎ নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রীয় জীবনে লক্ষ্য অর্জনের একটি মহান পন্থা জাতিকে লক্ষে পৌছেঁ দিতে যোগ্য নেতৃত্ব বিশেষ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জন ও বাস্তবায়নের জন্যে সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিহার্য। সামাজিক ও রাজনৈতিক জীবন ব্যবস্থা যৌথ কর্মপ্রচেষ্টার ফসল। কিন্তু কোনো যৌথ প্রচেষ্টা সার্থক করতে হলে সৎ নেতৃত্ব প্রয়োজন। সৎ নেতৃত্ব সফলতার চাবিকাঠি। সৎ ও যোগ্য নেতৃত্বের গুণে একটি জাতি উচ্চ শিখরে আরোহণ করতে পারে। আবার অসৎ ও অযোগ্য নেতৃত্বের কারণে জাতীয় ও আন্তর্জাতিক জীবনে নেমে আসে সীমাহীন অভিশাপ। সমাজ ও রাজনৈতিক জীবনের প্রতিটি স্তর যেমন- পরিবার, সমাজ, রাষ্ট্র, কলকারখানা, অফিস-আদালত, খেলার মাঠ সর্বত্রই সৎ নেতৃত্বের অবদান অনস্বীকার্য। বিভিন্ন সমস্যা ও সংকটে জর্জরিত সমাজ ও রাষ্ট্রে সুযোগ্য নেতৃত্ব প্রয়োজন। সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুভাবে পরিচালিত হয়। পরিবর্তনশীল সমাজকে সৎ ও যোগ্য নেতৃত্বই প্রগতির পথে এগিয়ে নিতে পারে। সুতরাং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সৎ নেতৃত্বের ভূমিকা অনন্য। সৎ নেতৃত্ববিহীন জাতি অকূল সাগরে নাবিকবিহীন জাহাজের মতো।

সমাজ বিনির্মাণ ও পরিবর্তনের প্রথম শর্ত সঠিক নেতৃত্ব। দেশ, জাতি ও রাষ্ট্রীয় নৈতিক অধঃপতনের মূল কারণ হচ্ছে অসৎ ও অযোগ্য নেতৃত্ব। অসৎ নেতৃত্বের কারণে দেশ ও জাতি তিলে তিলে ধ্বংস হচ্ছে। সঠিক নেতৃত্ব না থাকলে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে না। নেতৃত্বের অভাবে হানাহানি, মারামারি, সহিংসতা দেখা দেয়। এসবই অসৎ নেতৃত্বের কুফল। অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো, সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক- এটা অনেকেই চায় না। এর বহিঃপ্রকাশ ঘটে দলীয় স্বার্থে সব ধরনের দোষে দুষ্ট ব্যক্তিকে নেতা নির্বাচনের মাধ্যমে। এটা আমরা করে থাকি জেনেশুনে-সজ্ঞানে সম্পূর্ণ ঠান্ডা মাথায়। প্রশ্ন হলো- জেনেশুনে সজ্ঞানে ঠান্ডা মাথায় অসৎ ও অযোগ্যকে নেতা নির্বাচনের পর তাদের মাধ্যমে দেশ ও জাতির সুনাম আশা করি কোন বিবেকে?

সৎ ও যোগ্য নেতা নির্বাচনে ধার্মিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কারণ যিনি ধার্মিক তিনিই সৎ, মহৎ ও সৎ চরিত্রবান। প্রকৃত ধার্মিক কখনো অন্যায় অপকর্মে লিপ্ত হতে পারেন না, অন্যায় অপকর্মে সহযোগিতা করতে পারেন না। ধার্মিক ও চরিত্রবান মানুষই দেশ ও জাতির সম্পদ। দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে চাইলে নেতৃত্ব চর্চার বিকল্প নেই। সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব না থাকলে এবং এ রকম নেতা উঠে না এলে, সন্তান ও সম্পদ কোনোটিই রক্ষা করা যাবে না। সামাজিক নেতৃত্ব বিকাশের জন্য রাজনৈতিক সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকা থেকে আমার জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)থেকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য বীর পটিয়ার জনগণের পক্ষ থেকে বিএনপি হাইকমান্ড এর কাছে বিনীত অনুরোধ জানায় যাতে উনি ১৯৯৬,২০০১ সালে দেশের স্বরণকালের সবচেয়ে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে ✌ জয়ী হয়ে পটিয়া যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং পটিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি সাধন করেছেন আবারও আমার যেন সেই পটিয়া ফিরে পায় এবং উনার পরিকল্পনার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্বংয় সম্পূর্ণ পটিয়ায় রূপান্তরিত করতে পারে সেই সুযোগ যেন বিএনপির হাইকমান্ড ও পটিয়াবাসী দেন,সেটাই প্রত্যাশা রাখছি।

লেখক :মিডিয়া কর্মী ক্রীড়া সংগঠক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট