মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা
রাজশাহী-৪ : বাগমারা উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কমপক্ষে ছয়জন। এর মধ্যে আছেন রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা ও আমেরিকাপ্রবাসী ড. জাহিদ দেওয়ান শামীম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহুরুল ইসলাম, ড্যাব নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. আশফাকুর রহমান শেলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল বারী সরদার।