শার্শা উপজেলা প্রতিনিধি
আজ ১০ই অক্টোবর বেলা ১১ টায় যশোর শার্শা উপজেলা মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী নাজিব হাসান মহোদয় কে ফুলের তোড়া দিয়ে সম্মাননা ও শুভেচ্ছা জানিয়েছেন শার্শা উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সোসাইটিরপক্ষ থেকে উপজেলার প্রতিটি মাদ্রাসা প্রতিষ্ঠানের সুপারগণ। উক্ত সম্বর্ধনাঅনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ হাফিজুর রহমান.অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহিমপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শহীদুল্লাহ ,অন্যান্যদের মধ্যে আলোচনা করেন শার্শা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল কবির,সাতমাইল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।