মোঃ নাসির উদ্দিন,রাজশাহী জেলা
বাঘা ও চারঘাট
রাজশাহী গড়তে,
উজ্জ্বল ভাই আপনি যোগ্য, সাহসে ভরপুর,
চাঁদাবাজ নেহি, দখলদারি নেয় তার
গণতন্ত্রের পথে, এটাই আমাদের সুর।
জাতীয়তাবাদের চেতনায় দীপ্ত,
স্বাধীনতার ইতিহাসে আপনি দৃপ্ত,
দেশপ্রেমে হবো আমরা দক্ষ,
সেই শিক্ষাই দিয়েছেন নেতা, নির্ভীক ও সৎ।
নেতা আপনি, জনগণের কণ্ঠস্বর,
রাজশাহীতে ফিরাবেন গণতন্ত্রের জ্যোতি,
আপনার হাতেই নিরাপদ শহর,
বিএনপির পতাকাতলে একসাথে আমরা ঐক্যবদ্ধ হই।
আপনি সে নেতা, সকলের প্রিয়,
আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই,
বেগম জিয়ার সৈনিক, তারেক রহমানের ভরসা,
নতুন রাজশাহীর তুমি অগ্রদূত, গণতন্ত্রের আশা।