মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
মাদারীপুরের শিবচরের সূর্যনগর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পরিবহন চালক ও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। অবশেষে গণমাধ্যমে খবর প্রকাশের পর পুলিশের অভিযানে রাসেল মোল্লা (২২) নামের এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রাসেল মোল্লা শিবচর উপজেলার গুপ্তেরকান্দি গ্রামের মৃত হেলাল উদ্দিন মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রনি শিকদারের ছত্রছায়ায় রাসেল মোল্লা দীর্ঘদিন ধরে সূর্যনগর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিল। প্রতিদিন বাস ও অন্যান্য যানবাহন থেকে জোরপূর্বক অর্থ আদায় করত তারা, যার ফলে পরিবহন শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) দুপুরে শিবচর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় রাসেল মোল্লা চাঁদা আদায়ের মুহূর্তে হাতেনাতে ধরা পড়ে। তার কাছ থেকে আদায়কৃত নগদ টাকাও উদ্ধার করা হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ গণমাধ্যমকে জানান,
"সংবাদ প্রকাশের পর আমরা তৎপর হই এবং অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।"
এ ঘটনায় শিবচর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাসেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
পুলিশি অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসচালক ও যাত্রীরা। তারা দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজ চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন