মোঃ মাকসুদ,শেরপুর জেলা
শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“আমাদের ডিশন” সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি “এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে শেরপুর শহরের সরকারি কলেজ এর হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর আয়োজনে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মোঃ মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর -১ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় H.R.D সম্পাদক শরীফ মাহমুদ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, জামায়াতে ইসলামী শেরপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া, মাওঃ জাকারিয়া, মোঃ আব্দুল বাতেন,ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার প্রমুখ সহ জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্কুল এন্ড দাখিল মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ শিক্ষাবর্ষের জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী অভিভাবকগণ ।
বক্তারা বলেন,যারা বিসিএস ক্যাডার কারী ব্যক্তিদের কে পরিচালনা করে অনেক আছে তারাও বিভিন্নভাবে জাতিগতভাবে দেখা যাচ্ছে তা তারা দুর্নীতির সাথে জড়ায় পড়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা নষ্ট করার ষড়যন্ত্র করে এরকম ধ্বংস করে দেয় শেষ একটি কথা তোমাদেরকে আমি কোরআনের আয়াত থেকে আল্লাহ সুবহানাতায়ালা যে সতর্কবাণী দিয়েছেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।