1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

শেরপুর জেলা গাঁজা সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড 

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ মাকসুদুর রহমান: শেরপুর জেলা

 

শহরের সোনার বাংলা বাস স্ট্যান্ড মাজার রোড এলাকায় ২১ জুলাই সোমবার দুপুর দেড়টায় গাঁজা সেবনের দায়ে মোঃ জিহাদ (২০) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মোঃ জিহাদ শেরপুর পৌরসভার চাপাতলী মহল্লার মোঃ মজিবর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা শহরের সোনার বাংলা বাস স্ট্যান্ড মাজার রোড এলাকায় গাঁজা সেবনকালে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ মোঃ জিহাদকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই দণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এব্যাপারে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট