মোঃ মাকসুদুর রহমান রোমান,শেরপুর জেলা।
শেরপুর জেলা বিএনপির আনন্দ মিছিলে হাজারো মানুষের ঢল নেমেছে। গত ৫ জুন কেন্দ্রীয় বিএনপি শেরপুর জেলার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করার পর আজ বুধবার এই আনন্দ মিছিল বের হয়।তীব্র গরম উপেক্ষা করে এইদিন দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের থানা মোড়ে জমায়েত হন নেতা-কর্মীরা। অর্ধলক্ষাধিক নারী-পুরুষ এই জমায়েতে অংশ নেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ওয়ারেছ আলী মামুন।এতে সভাপতিত্ব করেন নবগঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম। জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজুলুর রহমান তারা, ফাহিম চৌধুরী, সাইফুল ইসলাম, কামরুল হাসান প্রমুখ।বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে শেরপুর সদর আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি নিজেকে আগামী দিনে বিএনপির মনোনয়ন দাবি করে বলেন, কোনও দ্বন্দ্ব-সংঘাত নয়। যিনি আগামী দিনে দলের মনোনয়ন পাবেন আমরা তার হয়েই নির্বাচন করব। শেরপুর জেলার বিএনপি নেতা কর্মী একসাথে কাজ করব।