মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা্
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলাধীন বারোমারী মিশনরোড নামক স্থান হতে ৫১৫ পিস ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি-৩৯ব্যাটালিয়ন। বুধবার(৩০জুলাই) ২০২৫ বিকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ বারোমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মিশন রোড নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় শাড়ী পাচারের চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বারোমারী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১১১/৭ এস হতে আনুমানিক ৭০০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৫১৫পিস ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়। জব্দকৃত শাড়ীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩লক্ষ ৯৩হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
তবে অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে প্রেস রিলিজে জানিয়েছেন ময়মনসিংহ( বিজিবি৩৯) ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।