1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

শ্যামনগরের আটুলিয়া ও রমজাননগরে নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় নেতা আমিনুর রহমান আমিনের ঈদ শুভেচ্ছা বিনিময়

মোঃ শাহীনুর আলম শাহীন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ শাহীনুর আলম শাহীন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

 

সাতক্ষীরা জেলার কৃতী সন্তান, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আমিনুর রহমান আমিন শ্যামনগর উপজেলার আটুলিয়া ও রমজাননগর ইউনিয়নে ঈদ-উল-আযহার পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

শুক্রবার (১৩ ই জুন ২০২৫ ), দিনভর ওই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

স্থানীয় মসজিদ, বাজার এবং চায়ের আড্ডায় সাধারণ মানুষ ও কর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি বলেন, “রাজনীতি মানে জনগণের পাশে থাকা, আর ঈদের মতো উৎসবে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

 

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, যুব সমাজের সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং দলীয় ঐক্য বিষয়ে আলোচনা করেন।

 

নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনার মতো নেতৃত্ব থাকলে এলাকায় গঠনতন্ত্র ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।”

 

রমজাননগর ইউনিয়নের এক প্রবীণ নেতা বলেন, “আমিন ভাই সব সময় আমাদের সুখে-দুঃখে পাশে ছিলেন, তিনিই আমাদের প্রেরণা।”

 

এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

 

অনুষ্ঠানে যুবসমাজ ও ছাত্রনেতারা জানান, আমিনুর রহমান আমিনের মতো নেতার উপস্থিতি তরুণদের অনুপ্রাণিত করে।

 

তিনি বলেন, “আমি সাতক্ষীরার সন্তান। এখানকার মাটি ও মানুষের সাথেই আমার আত্মার বন্ধন। দেশ ও দলের প্রয়োজনে সর্বদা প্রস্তুত আছি।”

 

আটুলিয়া ইউনিয়নের এক ছাত্রনেতা জানান, “আমিন ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুন্দর ও মানবিক রাজনীতির স্বপ্ন দেখি।”

 

স্থানীয় জনগণ এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে। নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সফরের ছবি ও বার্তা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে আরও শুভেচ্ছা বার্তা আসে।

 

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আমিন স্থানীয় কয়েকটি অসুস্থ ও দরিদ্র পরিবারের খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের ঐক্যই আমাদের শক্তি। আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট