মোঃ শাহীনুর আলম শাহীন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার কৃতী সন্তান, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আমিনুর রহমান আমিন শ্যামনগর উপজেলার আটুলিয়া ও রমজাননগর ইউনিয়নে ঈদ-উল-আযহার পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (১৩ ই জুন ২০২৫ ), দিনভর ওই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
স্থানীয় মসজিদ, বাজার এবং চায়ের আড্ডায় সাধারণ মানুষ ও কর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি বলেন, “রাজনীতি মানে জনগণের পাশে থাকা, আর ঈদের মতো উৎসবে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”
এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, যুব সমাজের সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং দলীয় ঐক্য বিষয়ে আলোচনা করেন।
নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনার মতো নেতৃত্ব থাকলে এলাকায় গঠনতন্ত্র ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।”
রমজাননগর ইউনিয়নের এক প্রবীণ নেতা বলেন, “আমিন ভাই সব সময় আমাদের সুখে-দুঃখে পাশে ছিলেন, তিনিই আমাদের প্রেরণা।”
এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
অনুষ্ঠানে যুবসমাজ ও ছাত্রনেতারা জানান, আমিনুর রহমান আমিনের মতো নেতার উপস্থিতি তরুণদের অনুপ্রাণিত করে।
তিনি বলেন, “আমি সাতক্ষীরার সন্তান। এখানকার মাটি ও মানুষের সাথেই আমার আত্মার বন্ধন। দেশ ও দলের প্রয়োজনে সর্বদা প্রস্তুত আছি।”
আটুলিয়া ইউনিয়নের এক ছাত্রনেতা জানান, “আমিন ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুন্দর ও মানবিক রাজনীতির স্বপ্ন দেখি।”
স্থানীয় জনগণ এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে। নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সফরের ছবি ও বার্তা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে আরও শুভেচ্ছা বার্তা আসে।
শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আমিন স্থানীয় কয়েকটি অসুস্থ ও দরিদ্র পরিবারের খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের ঐক্যই আমাদের শক্তি। আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।”