1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

শ্যামনগরের ৬২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা 

মোঃ আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মো: আব্দুল্ল্যাহ আল-মামুন শ্যামনগর উপজেলার ক্রাইম রিপোর্টার।

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে।

বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাঠে চলাফেরা করতে পারছে না, এমনকি অনেক সময় শ্রেণিকক্ষে যাওয়া-আসাতেও বিঘ্ন ঘটছে। শিক্ষক ও অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে।

স্থানীয়রা জানান, নালাগুলো বন্ধ হয়ে যাওয়া, খালের মুখে নেট-পাটা দিয়ে পানি আটকে রাখা, এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে পানি বের হতে পারছে না, যার ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিভাবকরা বলেন, আমাদের সন্তানরা স্কুলে গিয়ে কাদায় হেঁটে ক্লাসে যায়, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়।

তারা আরও বলেন, এই জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খাল, নালা পরিষ্কার করা ও অবমুক্ত করাই একমাত্র সমাধান।

স্থানীয় সচেতন মহল দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি ড্রেনেজ পরিকল্পনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট