1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শ্যামনগরে ইভটিজিংয়ের দায়ে তিন কিশোরকে জেল-জরিমানা

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অশোভন আচরণের অভিযোগে তিন কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। রোববার ৪ মে ২০২৫ইং দুপুর ১:৩০ মিনিটে শ্যামনগর উপজেলার গোপালপুর মোড়ে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত কিশোররা হলেন—চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন এবং আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন জানান, এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে নিজ নিজ বাড়ি ফেরার সময় গোপালপুর মোড়ে ওই তিন কিশোর তাদের পথরোধ করে এবং অশোভন আচরণ করে। বিষয়টি জানতে পেরে শ্যামনগর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে ২ মাস এবং রাকিব হোসেন ও জোবায়ের হোসেনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট