1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার ‌

 

সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

২৩ জুন সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বিড়ালক্ষী সানা বাড়ি মসজিদের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে, এসআই বিপ্লব ‘ এসআই মতিন ও এএসআই শাহাদত হোসেনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পশ্চিম বিড়ালক্ষী এলাকার একটি নির্জন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম বিড়ালক্ষীর আসাদুজ্জামান মিলন, কয়রার মোহাম্মদ সানা, কাশিমাড়ীর জাহাঙ্গীর আলম এবং আব্দুল আজিজ। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ছুরি, দুটি প্লাস্টিকের ছুরি, দুটি ইয়াবা ট্যাবলেট, গাঁজার শুকনো পাতা ও গাঁজার প্যাকেট, এবং একটি পুরোনো সিএনজি জব্দ করা হয়।শ্যামনগর থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে একটি ডাকাতি প্রস্তুতির অভিযোগে এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট